মহেশপুরে রাত্রী কালিন ৪ দলীয় ফুটসাল ফুটবললীগ টুর্ন্নামেন্টে ব্লাক স্টার চ্যাম্পিয়ান

Share Now..

পুড়াপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
হাজারো দর্শকের উপস্থিতিতে এই প্রথম দেশের দক্ষীন-পশ্চিম অঞ্চলের ঝিনাইদহের মহেশপুরে রাত্রী কালিন ৪ দলীয় ফুটসাল ফুটবললীগ টুর্ন্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মহেশপুর সরকারী মডেল পাইটল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাত্রী কালিন এ ফুটবললীগ অনুষ্ঠিত হয়।
মর্নিক রাইডার্স ও ব্লাক স্টারের মধ্যে ভাইনাল খেলাই ১-১ গোলে ড্র হওয়ার কারনে খেলাটি ট্রাইব্রেকারে মাধ্যমে শেষ হয়। ট্রাইব্রেকারে ব্লাক স্টার ১-০ গোলে মর্নিক রাইডার্সকে পরাজিত করে জয়ের মুখ দেখে।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন রাত্রী কালিন ৪ দলীয় ফুটসাল ফুটবললীগের সভাপতি পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিচুজ্জামান টিপু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য এম এ আসাদ,রাত্রী কালিন ৪ দলীয় ফুটসাল ফুটবললীগের আহবায়ক প্রভাষক ওমর ফারুক, সাদ্দাম হোসেন,ছাত্রলীগ নেতা ইসরাফিল হোসেন বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
খেলা পরিচালনা করেন রেফারী জাহিদুল ইসলাম ও টুটুল।

8 thoughts on “মহেশপুরে রাত্রী কালিন ৪ দলীয় ফুটসাল ফুটবললীগ টুর্ন্নামেন্টে ব্লাক স্টার চ্যাম্পিয়ান

  • April 9, 2024 at 8:27 pm
    Permalink

    Those are yours alright! . We at least need to get these people stealing images to start blogging! They probably just did a image search and grabbed them. They look good though!

    Reply
  • May 1, 2024 at 4:12 am
    Permalink

    Terrific work! This is the type of info that should be shared around the web. Shame on Google for not positioning this post higher! Come on over and visit my website . Thanks =)

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *