মহেশপুরে শিক্ষক, দপ্তরী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারি (দপ্তরী) ও বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কামরুল হাসান ও চতুর্থ শ্রেণীর কর্মচারি (দপ্তরী) মোফাজ্জেল হোসেন বিদায় নেন। বুধবার (৭ ফেব্রæয়ারি) সকালে বিদ্যালয় চত্ত¡রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক, দপ্তরী ও বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য রুহুল আমীন, আবুল কাশেম, সাইফুল ইসলাম, সাবলু হোসেন ও সংরক্ষিত সদস্য শাহিনা বেগম প্রমুখ।