মহেশপুরে সার-বীজ ও ধান কাটার ম্যাশিন বিতরণ করেন এম,পি চঞ্চল
Share Now..
মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আউশ উফশি ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূলে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ সময় কৃষকের ধান কাটার জন্য ২টি (কম্বাইন হারভেটার) ম্যাশিনও বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সার- বীজ ও কাটার ম্যাশিন বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার-বীজ ও ধান কাটার ম্যাশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ প্রমুখ।