মহেশপুরে হাতে গোনা কয়েকটি প্রাণী নিয়ে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা
Share Now..
(মহেশপুর)প্রতিনিধিঃ ২৫/২/২০২৩
হাতে গোনা কয়েকটি প্রাণী নিয়ে ঝিনাইদহের মহেশপুরে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্তরে এ মেলাটি অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল প্রাণী সম্পদ প্রদর্শণী মেলাটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মেলায় আশা হাতে গোনা কয়েকটি প্রাণী দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল ক্ষিপ্ত হয়ে মেলার স্থান ত্যাগ করে চলে যান। এর কিছুক্ষন পারই অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী তিনিও চলে যান।
পরে প্রাণী সম্পদ অফিস চত্তরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামসহ দর্শক শাড়ীতে বসে থাকা ১৫ জনকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।