মহেশপুর দুই কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আব্দুর রহিম নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে। আব্দুর রহিম মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের হযরত আলীর ছেলে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গোপন সুত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই মোঃ আবু সায়েম রোববার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাঠ থেকে আব্দুর রহিমকে দুই কেজি গাঁজাসহ আটক করে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহিন হোসেন জানান, উদ্ধারকৃত দুই কেজি গাঁজার মুল্য দুই লাখ কুড়ি হাজার টাকা হবে। এ ব্যাপারে মহেশপুর থানায় সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
From noob to pro, every win counts Lucky Cola