মহেশপুর পৌর মেয়রের উদ্যোগে তিন হাজার অসহায় ভ্যান শ্রমিকদের মাঝে চাল,ডাল ও আলু বিতরণ
Share Now..
মহেশপুর প্রতিনিধিঃ
মহামারী করোনার মধ্যে বাড়ীতে বসে থাকা পৌর এলাকার তিন হাজার অসহায় ভ্যান শ্রমিকদের মধ্যে চাল,ডাল ও আলু বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে পৌর মেয়র আব্দুর রশিদ খানের উদ্যোগে ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে ভ্যান শ্রমিকদের মাঝে চাল,ডাল ও আলু বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান,পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রুহুল আমিন মিন্টু,শ্যামাপদ হালদার,জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম,সাংবাদিক অসীম মোদক প্রমুখ।
পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, আমার পৌর এলাকার কোন আসহায় শ্রমিকরা মহামারী করোনার মধ্যে কেউ যেন কষ্টে না থাকে সে জন্যই আমি তাদেরকে চাল,ডাল ও আলু দিয়েছি।