মহেশপুর বিজিবির অভিযানে চারটি সোনার বার উদ্ধার আটক এক

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে চারটি সোনার বারসহ তাজমুল হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে। এ সনময় চোরাচালানে সহায়তাকারী মোঃ মজিদ মন্ডল পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়। বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত গয়েশপুর বিওপির টহলদল চুয়াডাংগার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় জাকামোল্লা ইটভাটার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমান চোরাকারবারীদের ধাওয়া করে। চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি চুয়াডাঙ্গার তাজমুল হোসেনকে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে আমদানীকৃত সোনার বার রয়েছে, যা ভারতে পাচার করা হচ্ছিল। তাজমুলের দেহ তল্লাসী করে ৪৪৯.৫৩ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় তাজুমল ও পালিয়ে যাওয়া আব্দুল মজিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে।

2 thoughts on “মহেশপুর বিজিবির অভিযানে চারটি সোনার বার উদ্ধার আটক এক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *