মহেশপুর সীমান্তে দুই দালালসহ ৫ জন বিজিবির হাতে আটক

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই দালালসহ আটক ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার ভোরে জেলার মহেশপুর থানার যাদবপুর ইউনিয়নের জুলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির এখ প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার উত্তর বাড্ডা থানার পাচখোলা গ্রামের গৌরঙ্গ সরদারের ছেলে সাগর সরদার (২৩), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মন্ডলের ছেলে হিমু মন্ডল (২২), খুলনা জেলার সদর থানার ডাকবাংলা রেল কলনী গ্রামের মৃত- সোবাহান মাঝী’র ছেলে জুম্মান মাঝী (২৬), অবৈধ পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের জুলুলী গ্রামের ফজুলর রহমানের ছেলে মোঃ আনিছুর রহমান (৩৬) ও আব্দুর রহমানের ছেলে মোঃ শামীম মন্ডল (৩২) কে আটক করা হয়। ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মোঃ তারেক জানান, বাংলাদেশী ০৩ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত গমনের সময় আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *