মহেশপুর সীমান্ত থেকে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিক আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে গৌতম বালা (৩০) নামে এক ভারতীয় নগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের চব্বিশ পরগোনা জেলার নতুননগর থানার চরচালকা গ্রামের সাগর বালার ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন শুক্রবার রাতে গৌতম বালা মহেশপুরের শ্যামকুড় চেয়ারম্যান ঘাট এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। তিনি কি কারণে অবৈধ ফথে বাংলাদেশে প্রবেশ করছিলেন তা বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে গৌতম বালার বিরুদ্ধে মহেশপুর থানায় শনিবার বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এ্যান্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা হয়েছে।
Victory is within reach – it’s time to rise Lucky Cola