মহেশপুর সীমান্ত থেকে ১৪ জন আটক

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বেতবাড়িয়া ও মাটিলা গ্রাম থেকে ১৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ১১ জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা ও ৩ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করে। শুক্রবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মহেশপুর থানার বেতবাড়ীয়া গ্রামে ১১ জন বাংলাদেশী ভারতে প্রবেশের উদ্দেশ্যে জড়ো হলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন, নড়াইলের বিষ্ণপুর গ্রামের মোঃ নুর ইসলাম শেখ (৩১), সালমা বেগম (২৮), মোঃ রিফাত শেখ (০৭) গোপালগঞ্জের বড়সুর গ্রামের মোঃ জাকির বিশ্বাস (৪৬), হোসনেয়ারা বেগম (২৭), আরাফাত বিশ্বাস (০৬) বাগেরহাটের নলবুনিয়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম (২৬), মোসাঃ মৌসুমী আকতার (২১), মোঃ আব্দুল্লাহ (০২) মাদারীপুরের নবগ্রামের প্রসেনজিৎ ঢালী (২৩) এবং বরিশালের পটিবাড়ি গ্রামের মেঘলা সরকার (১৬)। এদিকে মহেশপুরের মাটিলা গ্রামের জামে মসজিদের পাশ থেকে সোনালী আক্তার (২২), বিথী (২৪) ও মোঃ আবির (০৮) হোসেনকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *