মহেশপুর সীমান্ত থেকে ৮টি স্বর্ণবারসহ ৩ জন আটক
Share Now..
ঝিনাইদহ ১৪ এপ্রিল-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। গেল শুক্রবার ( ১৪ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার নেপারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, নেপাড়মোড় এলাকায় পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতায়ের প্রস্তুতি নিচ্ছে ছিনতাইকারীরা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। সেসময় ৪৬৬ গ্রাম ওজনের ৮ টুকরো স্বর্ণসহ পাচারকারী আলিমুল হক ও ছিনতাইকারী এনামুল হক এবং মূল পরিকল্পনাকারী আহসান হাবিবকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Fight, win, and rise to the top—join the game now! Lucky Cola