মাইক্রোসফটের এলো ‘উইন্ডোজ অ্যাপ’

Share Now..

সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপের ঘোষণা দিয়েছে। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে উইন্ডোজ পিসিকে সংযুক্ত করার জন্য অ্যাপটি কাজে আসবে বলে জানা গেছে। ম্যাকওএস, আইওএস, অ্যান্ড্রয়েডসহ অন্য ডিভাইসে সংযোগ করার জন্যই এমন একটি অ্যাপ বানানো হয়েছে। 

হতাশার বিষয়, ক্রোমবুকে এখনও এই অ্যাপটি নেই। সম্প্রতি এক ব্লগে জানানো হয়েছে, আপাতত এটি প্রিভিউ আকারে রয়েছে। প্রিভিউটি মাইক্রোসফট ৩৬৫ এর গেটওয়ে, আজুর ভার্চুয়াল সার্ভিস, মাইক্রোসফট ডেভ বক্স, রিমোট ডেস্কটপ সার্ভিস, ডেস্কটপ সার্ভিসের মাধ্যমে কানেক্ট করা যাবে। অ্যাপটি একাধিক মনিটর সাপোর্ট করে, কাস্টম রেজুলুশনও সাপোর্ট রয়েছে। আবার উইন্ডোজ পিসিতে অ্যাকাউন্ট সুইচিং ফিচারও আছে। 

উইন্ডোজ অ্যাপে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে লগিনের প্রম্পট আছে। যদিও আপাতত ফিচারটি কাজ করছে না। 

ভার্জে একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে।এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে সহজেই অন্য অনেক অ্যাপ চালু করা যাবে। এই অ্যাপের মাধ্যমে মাইক্রোসফট ফুল উইন্ডোজের অভিজ্ঞতাই দিতে চাচ্ছে। সেটিও ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *