মাগুরায় এইচএসসি পরীক্ষার্থী খুন
মাগুরায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছে তীর্থ রুদ্র নামে এক এইচএসসি পরীক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে শহরের দরিমাগুরা দোয়ারপাড় এলাকার একটি পুকুর পাড় থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাইসহ মুখে একাধিক স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত তীর্থ রুদ্র মাগুরার আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল এবং শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রের ছেলে।
রুদ্রের পারিবারিক সূত্রে জানা যায় , গতকাল সোমবার রাত ৮টার দিকে সে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ১টা পর্যন্ত বাড়ি না ফেরায় বিষয়টি মাগুরা সদর থানায় জানানো হয়। আজ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের পিতা নিমাই রুদ্র জানান, রাত সাড়ে ১০টা থেকে তার মোবাইল বন্ধ ছিল। কোনো বিরোধ জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হল কিনা সেটি বুঝতে পারছেন না পরিবার।
মাগুরা সদর থানার ওসি শেখ মেহেদি রাসেল বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।