মাঝ-আকাশে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তানি তারকা
পছন্দের মানুষকে আমরা অনেকে অনেকভাবে সারপ্রাইজ দিয়ে থাকি। তবে এবার মাঝ-আকাশে ব্যতিক্রমী ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন এক প্রেমিক। ঘটনাটি অনেকটা সিনেমার মতোই।
প্রেমিকাকে নিয়ে উড়োজাহাজে চেপে কোথাও যাচ্ছিলেন, মাঝ-আকাশে হঠাৎ প্রেমিকাকে চমকে দিলেন প্রেমিক। প্রেমিকার প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিলেন! সঙ্গে একটি আংটি বাড়িয়ে দিলেন। আবেগে আপ্লুত হয়ে পড়লেন প্রেমিকা। এমন চমক হয়তো তার প্রত্যাশার অতীত ছিল। ততক্ষণে বিষয়টি উড়োজাহাজের বাকি যাত্রীদেরও নজর কাড়ে। করতালি দিয়ে এই যুগলকে অভিবাদন জানাতে থাকেন তারা। প্রস্তাব পেয়ে প্রেমিকা কী করলেন? প্রেমিকা যথারীতি ‘হ্যাঁ’ বলেছেন। এরপর তার অনামিকায় আংটি পরিয়ে দেন প্রেমিক। সেই প্রেমিক আর কেউ নন, পাকিস্তানি তারকা অভিনেতা উমর আলম। তবে প্রেমিকা শোবিজের কেউ নন, তার নাম জানা যায়নি।
আংটি পরানোর পর এক কেবিন ক্রু এসে একতোড়া গোলাপ উপহার দেন এই জুটিকে। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে উমর আলম লিখেছেন, ‘সে ‘হ্যাঁ’ বলেছে। এটি এখন অফিশিয়াল।’
কিনজা হাশমি, আদনান সিদ্দিকী, মিনাল খানসহ আরও অনেক পাকিস্তানি তারকা উমর আলমকে ইনস্টাগ্রামে অভিনন্দন জানিয়েছেন।