মাঠে তামিমের আচরণ নিয়ে মুখ খুললেন সাব্বির
ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে দেখা গেছে উত্তপ্ত পরিস্থিতি। সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় অনেকেই কাঠগড়ায় তুলছেন তামিমকে। তবে বিষয়টি ‘হিট অব দ্যা মোমেন্ট’ ছিল বলে মনে করেন সাব্বির।
তামিমের সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনা প্রসঙ্গে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এ রকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি।’ ঘটনাটা ‘হিট অব দ্যা মোমেন্ট’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ওনার (তামিম) হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে ঘটনাটি ঘটে। ঢাকার দেওয়া ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল বরিশাল। ক্রিজে ছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বোলার বা উইকেটরক্ষকের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন সাব্বির। হয়তো ব্যাটার যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারে! এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে ‘ফেইক ফিল্ডিং’ বলে। তবে বিষয়টি ভালোভাবে না নিয়ে উত্তেজিত হয়ে পড়েন তামিম।
এ সময় সাব্বিরকে কিছু একটা বলতে থাকেন তামিম। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, সাব্বিরকে উদ্দেশ্য করে তামিমকে বলছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি।
ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।
এর আগে রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম ইকবাল। এ ঘটনায় শাস্তিও পেয়েছিলেন বরিশালের অধিনায়ক।
Asking questions aгe truly nice thing if you are not undrstanding anything completely, exϲcept thiѕ
piece of writing presents nice understanding
yet.
My wеbsite sloot toto (dhi.org.mx)
This article wilkl help tthe inteernet viewers foor crwating nnew webpae oor evn a webloog from start
too end.