মাঠে নেমে পড়েছেন ব্রুজন

Share Now..

প্রচণ্ড গরম। দুপুর থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের প্রস্তুতি সাজাচ্ছিলেন সাফের জন্য নিয়োগ পাওয়া নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। সঙ্গে বসুন্ধরা কিংসের পুরো কোচিং স্টাফ। মালদ্বীপে ২৩ জনের দল যাবে। ২৬ জন নিয়ে অনুশীলন শুরু।

সাংবাদিকরা স্টেডিয়ামে আগেই এসে হাজির হয়েছেন। ব্রুজনের কাজ দেখতে চান। এই প্রথম বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন। এর আগে ব্রুজন ক্লাব ফুটবলের অনুশীলন করিয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের মাঠে। সেখান থেকে বেরিয়ে নতুন পরিবেশে, নতুন দায়িত্বে কোচের গভীর মনোযোগ অনুশীলনে।
ব্রুজন বলছিলেন ক্লাব ও জাতীয় দল ভিন্ন ব্যাপার। প্রথম বারের জাতীয় দলে কাজ করছি। এই সুযোগ আগে কখনো পাইনি। একটা দেশের হয়ে প্রথম বার ডাগআউটে দাঁড়াব। লড়াকু সৈনিক আমি। সর্বোচ্চ চেষ্টা করব। ক্লাবের হয়ে প্রমাণ করেছি। এখন সময় এসেছে জাতীয় দলের কোচ হিসেবে নিজেকে প্রমাণ করার। বাফুফে বিশ্বাস করে আমি পরিবর্তন আনতে পারি। চেষ্টা করব।’ নিজের পরিকল্পনা নিয়ে ব্রুজন বলেন, ‘আমি একটা কৌশল কাজে লাগিয়ে তিন বছর এখানে সাফল্য পেয়েছি, হয়তো একই চেষ্টা আমি জাতীয় দলের নিয়ে করতে পারি। সেটা ক্লিক করলে দারুণ একটা ব্যাপার হবে। যদি ক্লিক নাও করে, তাহলে বিকল্প চিন্তা করা যাবে সাফের পর। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’সাফ নিয়ে ব্রুজন বললেন, ‘বাংলাদেশের সবাই সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবে। তাই অনেক হিসেব কষে, ঠান্ডা মাথায় চিন্তা করে এখানে এসেছি।’

ব্রুজনের হাতে সময় কম তাই এখন মানসিক পরিবর্তন চান কোচ। খেলোয়াড়দেরকে বুঝাতে চান খেলার আগেই যেন হেরে না যায়। ওদেরকে বুঝাতে হবে কত গোল হজম করব সেটা মনে করে মাঠে নামলে হার নিশ্চিত। ব্রুজন বললেন, ‘তারা যদি হাই ব্লক করে খেলতে চাই, আমরাও হাই ব্লক করব। আমরা আত্মঘাতী হতে চাই না। এক সপ্তাহের মধ্যে ফুটবলের আমূল বদলে দেব আর সাফল্য পাব এটা বিশ্বাস করা ঠিক হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *