মাতাল হয়ে পুলিশকে কামড় দিলো ৩ নারী

Share Now..

মদ্যপ হয়ে পুলিশের ওপর আক্রমণ ও গালিগালাজ করেছেন তিন নারী। এমনকি তারা এক নারী কনস্টেবলকে কামড়ও দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই শহরে। ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ভিরারের গোকুল নামের একটি আবাসিক এলাকার বারের সামনে গভীর রাতে কিছু নারীর হুল্লোড় শোনা যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ডাকা হয়। বারে আসা অন্যদের সঙ্গে ওই নারীদের বিতণ্ডা হয় বলে জানা গেছে। পরে তাদের বার থেকে চলে যেতে বলা হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশদের সঙ্গে ঝগড়া ও তাদের গালিগালাজ করছেন তিন নারী। তারা একজন নারী কনস্টেবলের হাতেও কামড় দেয় এবং তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে।

আরেক কনস্টেবলের মাথায় বালতি দিয়ে আঘাত এবং তার কব্জিতে কামড় দেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। ভিডিওটিতে দেখা গেছে এক মেয়ে তার বন্ধুদের থামানোর চেষ্টা করছে।

অভিযুক্ত তিন নারীকে কাব্য, অশ্বিনী ও পুনম নামে চিহ্নিত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *