মাদ্রিদের ঘরে লা লিগার শিরোপা, রেকর্ডের ছড়াছড়ি
এসপ্যানিওলকে ৪-০ গোলে বিপর্যস্ত করে ঝুলিতে আরও একটি লা লিগার খেতাব যোগ করল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ৩৫ বার লা লিগা জয় করলো ‘হালা মাদ্রিদ’। পাশাপাশি রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তিও গড়ে ফেললেন এক বিরল নজির। ইউরোপীয় ফুটবলের সেরা পাঁচটি লিগের কোচ হিসেবে শিরোপা জয়ের অনন্য নজির গড়েছেন তিনি।
এসপ্যানিওলের বিপক্ষে এই ম্যাচটায় ড্র করলেও শিরোপা জিতে যেত রিয়াল মাদ্রিদ। তবে রীতিমত গোলের উৎসব করে লা-লিগার শিরোপা পুনরুদ্ধার করল লস ব্লাংকোসরা।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ৩৩ মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর সহায়তায় রদ্রিগোর পা থেকে আসে প্রথম গোল।প্রথম গোলের দশ মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। প্রথমার্ধ ২-০ ব্যবধানে শেষ হলে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে দলকে গোল এনে দেন মার্কো অ্যাসেনসিও।