মানবজাতির প্রতি কোরআনের উপদেশ
সুরা আনকাবুত : পঞ্চম পর্ব
জান্নাতে থাকবে সুউচ্চ প্রাসাদ
ইরশাদ হয়েছে, ‘যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই জান্নাতে তাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। কতই না উত্তম প্রতিদান সেসব সৎকর্মশীলদের জন্য।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৫৮)
আল্লাহ সবাইকে জীবিকা দান করেন
ইরশাদ হয়েছে, ‘এমন কত জীবজন্তু রয়েছে, যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না। আল্লাহই রিজিক দান করেন তাদের ও তোমাদের। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৬০)
জীবিকা আল্লাহ কর্তৃক নির্ধারিত
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে জীবিকা বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছে তা সীমিত করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবহিত।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৬২)
পরকালের জীবনই প্রকৃত জীবন
ইরশাদ হয়েছে, ‘এই পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক ছাড়া কিছুই না। পারলৌকিক জীবনই প্রকৃত জীবন। যদি তারা জানত!’
(সুরা : আনকাবুত, আয়াত : ৬৪)
আল্লাহ সম্পর্কে মিথ্যা বলাই সবচেয়ে বড় অবিচার
ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তাঁর থেকে আগত সত্য অস্বীকার করে তার চেয়ে বেশি অবিচারকারী আর কে? জাহান্নামই কি অস্বীকারকারীদের আবাস নয়?’
(সুরা : আনকাবুত, আয়াত : ৬৮)