মানবতা বিরোধী অপরাধ: খালাস চেয়ে জামায়াত নেতা খালেক মন্ডলের আপিল

Share Now..

মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল খালাস চেয়ে আপিল দায়ের করেছেন। আজ রবিবার (২৪ এপ্রিল) আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন আপিল দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক মন্ডলসহ দু’জনকে মৃত্যুদন্ড দিয়ে গত ২৪ মার্চ রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে ২০১৫ সালের ১৬ জুন খালেক মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট খালেক মন্ডলকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল। ২০১৭ সালের ১৯ মার্চ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৮ সালের ১৫ এপ্রিল সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *