‘মানিকে মাগে হিথে’ গানে নাচলেন শ্রীলেখা
Share Now..
শ্রীলঙ্কান ভাষায় সময়ের সেরা ট্রেন্ডি গান ‘মানিকে মাগে হিথে’। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পুরো বিশ্ব এই গান শুনেছে। অনেক জনপ্রিয় তারকা এই গানের সঙ্গে নেচে-গেয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করে জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন।
এবার সে তালিকায় যোগ হলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গানটিতে তার নাচের এক ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটি ইনস্টাগ্রামে ছাড়েন শ্রীলেখা। অনুরাগীর আবদার রাখতে এই গানের সঙ্গে নেচেচেন সে।
ভিডিওতে দেখা যায়, বাড়ির বারান্দায় ‘মানিকে মাগে হিথে’ গানে জমিয়ে নাচছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রীলেখার নাচ দারুণ মনে ধরেছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগাম রীতিমতো কাঁপাচ্ছেন ৪৬ বছর বয়সের এই অভিনেত্রী।