‘মানি হায়েস্ট’-এর স্ট্রিমিং শুরু

Share Now..

দীর্ঘ দিনের অপেক্ষার শেষে গতকাল (৩রা সেপ্টেম্বর) নেটফ্লিক্সে মুক্তি পেলো জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হায়েস্ট’ এর পঞ্চম সিজন। প্রসঙ্গত, চার বছর আগে ২০১৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘মানি হায়েস্ট’-র প্রথম সিজন।

জনপ্রিয় এই স্প্যানিশ থ্রিলার সিরিজের ফাইনাল এপিসোডের দুটো ভল্যুয়ম। প্রথম ভল্যুয়ম মুক্তি পেলো গতকাল। দ্বিতীয় ভল্যুয়ম মুক্তি পাবে ডিসেম্বরে। প্রথম থেকেই দর্শকদের পছন্দের তালিকায় ছিল ওয়েব সিরিজটি। মুখে মুখে জনপ্রিয় হয়ে যায় ‘বেলা চাও’ গানটিও। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ওয়েব সিরিজটিকে। একের পর এক সিজন মুক্তি পেয়েছে। আর দর্শকদের ভালো লাগা যেন তত বেড়েছে। আর তাই তো একটা সিজন শেষ হয়ে গেলেই পরের সিজনের জন্য অপেক্ষা করে বসে থাকেন দর্শকরা।
‘মানি হাইস্ট’- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এই পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে। এই সিরিজটিতে অধ্যাপক (আলভারো মুর্তের) নেতৃত্বে একদল লোক দুজন দীর্ঘ-প্রস্তুত উত্তরাধিকারীর কাজ পূর্ণ করেছেন। একজনের ইচ্ছা ছিল স্পেনের রয়েল মিন্টে ডাকাতি এবং আরেকজনের স্পেনের ব্যাঙ্কে ডাকাতি। সিরিজটি প্রথমে দুটি অংশে একটি ছোট সিরিজ হিসাবে নির্মাণ করার লক্ষ্য করা হয়েছিল। এবারের এপিসোডই ‘মানি হায়েস্ট’-এর ফাইনাল এপিসোড। কাজেই গল্প কোন দিকে মোড় নেয় তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। যদিও সিরিজ শেষ হয়ে যাবে বলেই মন খারাপ অনেকেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *