মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা \ বাবা স্বাক্ষী

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১০ লক্ষটাকার দাবাীতে মা ও তিন ভায়ের বিরুদ্ধে মামলা করেছেন বোন লাবনী খাতুন। গত ১০ আগষ্ট ২৩ ইং তারিখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কোটচাঁদপুর ঝিনাইদহ মামলাটি করা হয়।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ কে দায়িত্ব দেন।লাবনী খাতুন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নামক এনজিও তে মাঠকর্মী হিসাবে কালীগঞ্জে কাজ করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে ৪ বিঘা জমি বন্ধক রাখার সুবাদে ১০ লক্ষ টাকা দেয়। কিন্তু বন্ধক জমির দখল দেন না টাকাও ফেরত দেননা। গত ৬ আগষ্ট ২৩ ইং সকাল ১১ টার দিকে বোন লাবনী টাকা চাইতে বাবার বাড়ি গেলে তার ভায়েরা বেপরোয়া হয়ে বাড়ি থেকে বের করে দেয়। যার পরিপ্রেক্ষিতে এই মামলা করেন।
মামলার আসামী বড় ভাই জাহাঙ্গীর জানান, ৬ আগষ্ট ২৩ আমি বাসায় ছিলাম না। আমার বোন কেনো এমনটি করলো তা আমার বুঝে আসছে না।
বাদী লাবনী খাতুন জানান আমি আমার বাবা ও চাচার উপস্থিতিতে এই টাকা দিই এখন তারা টাকা ফেরত দিতে অস্বীকার করায় তাদের নামে মামলা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *