মারা গেছেন মারিয়া নূরের বাবা

Share Now..

জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূরের বাবা মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মৃত্যু হয়েছে তার। দিবাগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া নূর জানান তাঁর বাবা মো. আব্দুল লতিফ খান আর নেই। 

মারিয়া নূর তাঁর বাবার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, আজ (২২ ডিসেম্বর) বাদ ফজর মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আর বাদ জোহর কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।    

প্রসঙ্গত, ২০২১ সালে ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজের পর পর্দায় সেভাবে দেখা যায়নি মারিয়া নূরকে। কেননা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *