মারিউপোলে ‘জাতীয়তাবাদীদের’ অবশ্যই অস্ত্র জমা দিতে হবে: ম্যাক্রোঁকে পুতিন
Share Now..
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ বেধে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়া মারিউপোল নগরীতে ইউক্রেনের ‘জাতীয়তাবাদীদের’ অবশ্যই তাদের অস্ত্র জমা দিতে হবে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কিয়েভ সংঘাত নিয়ে আলোচনা করার সময় তিনি এ কথা বলেন।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই নগরীর (মারিউপোল) মানবিক পরিস্থিতির জটিলতা নিরসনের ক্ষেত্রে ইউক্রেনের জাতীয়তাবাদী যোদ্ধাদের অবশ্যই প্রতিরোধ যুদ্ধ বন্ধ করে তাদের অস্ত্র জমা দিতে হবে।