মারিউপোলে থিয়েটারে রুশ হামলায় ৩০০ নিহতের শঙ্কা
গত ১৬ মার্চ ইউক্রেনের মারিউপোলের এক থিয়েটারে হামলা চালায় রুশ বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী শক্তিশালী বোমা দিয়ে সেখানে হামলা চালায়। সেই হামলার এতোদিন পর আজ শুক্রবার (২৫ মার্চ) হতাহতের খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, সেই হামলায় অন্তত ৩০০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মারিউপোল সিটি হল টেলিগ্রামে লিখেছে, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে মারিউপোলের ড্রামা থিয়েটারে অন্তত ৩০০ ব্যক্তি নিহত হয়েছে।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানান, সেই থিয়েটারে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল।
এদিকে খবরে বলা হয়েছে, মারিউপোলে রুশ বাহিনীর গোলাবর্ষণ একদিকে যেমন অব্যাহত রয়েছে অন্যদিকে সেখানকার বাসিন্দারা নিহত প্রিয়জনদের গণকবরে দাফন করছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ৩০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘর্ষ। এতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
Challenge your friends in the best online games! Lucky Cola