মার্কিন বন্দরে ইসরায়েলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি শ্রমিকদের

Share Now..

ফিলিস্তিনিদের সমর্থনে আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। এবিসি সেভেন নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। একই সঙ্গে এই প্রতিবাদ আয়োজনকারী লারা কিশওয়ানী বলেন, ‘যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের উপর এই বর্বরতা বন্ধ না হবে ততোদিন পর্যন্ত ইসরায়েলকে আমেরিকার সহায়তা বন্ধের জন্য আমাদের অবস্থান আরও কঠোর হতে হবে এবং করদাতা হিসেবে এটা সকলের জন্য দায়িত্ব।’ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে শুক্রবার ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন। ইসরায়েলি জাহাজটি এশিয়া থেকে বিভিন্ন পণ্য নিয়ে ওকল্যান্ড বন্দরে নোঙ্গর করলে খালাস করা নিষিদ্ধ করেন ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা। ফলে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

One thought on “মার্কিন বন্দরে ইসরায়েলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি শ্রমিকদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *