মার্কিন বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তা নিহত

Share Now..

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর এক সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩১ জানুয়ারি) মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার একটি বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর সিনিয়র কর্মী মুহাম্মদ সালাহ আল-জাবির নিহত হন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, নিহত মুহাম্মদ সালাহ ‘হুরাস আল-দিন’ গ্রুপের সদস্য। এই অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোকে দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিমান হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল-শারার নির্দেশে হুরাস আল-দ্বীনের বিলুপ্তি ঘোষণার কয়েকদিন পর এ হামলা চালালো যুক্তরাষ্ট্র।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, সন্ত্রাসীদের খুঁজে বের করা ও হত্যা বা আটক করা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর হামলার ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সারমাদা-ইদলিব সড়কে মার্কিন ড্রোন হামলায় মুহাম্মদ সালাহকে বহনকারী গাড়িটি বিধ্বস্ত হলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

2 thoughts on “মার্কিন বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তা নিহত

  • January 31, 2025 at 3:23 pm
    Permalink

    Geat post. I was checkinjg contiuously tis bloog annd I aam
    impressed! Extremely usegul nformation specially the last par 🙂 I care forr
    such informationn much. I wass lkoking forr this certain info foor a very long time.Thank you andd good luck.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *