মার্কিন শোকবার্তা প্রত্যাখ্যান তুরস্কের

Share Now..


ইস্তাম্বুলে রোববারের (১৩ নভেম্বর) বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করেছে। তবে বাইডেন প্রশাসনের এমন সহানুভূতি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে জানান, ইস্তাম্বুলে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ‘আমরা মার্কিন দূতাবাসের সমবেদনার বার্তা গ্রহণ করি না।’সুলেমান সোয়লু মূলত পিকেকে সমর্থিত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি ইঙ্গিত করেছেন। গোষ্ঠীটির প্রতি মার্কিন সমর্থনের ঘটনায় ক্ষুব্ধ আঙ্কারা।

এদিকে রোববারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮১ জন। যদিও এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কিন্তু এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। তবে এ হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দিতে চান না কর্মকর্তারা।

হামলায় সন্দেহভাজন হিসেবে একজন সিরিয়ান নারীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাড়িটিকে প্রধান সন্দেহভাজন হিসাবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি দেশের আফরিন অঞ্চল দিয়ে তুরস্কে প্রবেশ করেন।

One thought on “মার্কিন শোকবার্তা প্রত্যাখ্যান তুরস্কের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *