মার্কিন হেলিকপ্টার ওড়ানোর চেষ্টা, নিহত ৩ তালেবান
আফগানিস্তানেরকাবুলে তালেবানের প্রশিক্ষণ চলাকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, কাবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। তিনি দাবি করেছেন, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এছাড়া তিনি জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
গত বছরের আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। সে সময় ৩০ আগস্ট অনেকটা তাড়াহুড়া করে মধ্যরাতে আফগানিস্তান ছাড়ে সর্বশেষ মার্কিন সেনা। দেশটি ছাড়ার সময় মার্কিন সেনারা অনেক সরঞ্জাম ফেলে আসে। এর মধ্যে মার্কিন তৈরি বিমানও আছে। এরপর সেসব জব্দ করে তালেবান।
তবে তালেবানের জব্দ করা মার্কিন বিমানের মধ্যে কতগুলো এখন সচল, তা স্পষ্ট নয়। কেননা মার্কিন বাহিনী চলে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বেশি কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করে।
Immersive gameplay, stunning graphics – play now Lucky Cola