মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে মুখ খুললেন সাদমান

Share Now..

হারারে টেস্টের মাঝপথে হুট করেই উত্তপ্ত বাংলাদেশের ড্রেসিংরুম। মুহূর্তেই জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে চাউর হয়ে যায়, ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অবসরের ঘোষণার পর বেশ বিরক্তি প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও ভাবা হচ্ছে।

এ ঘটনায় রিয়াদের সতীর্থরা একেবারে মুখে কুলুপ এঁটে দেন। যদিও টেস্ট শেষে তামিম-মুশফিকসহ অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের প্রতি সম্মাননা জানিয়েছেন। তবে তারা কেউ তার অবসর নিয়ে কোন কথা বলেননি।

এবার অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। তিনি জানিয়েছেন, রিয়াদের জন্যই ম্যাচটা জিততে চেয়েছে গোটা দল।

একমাত্র টেস্টের সিরিজটি শেষ হওয়ায় দেশে ফিরেছেন টেস্ট দলের ৬ সদস্য। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাদমান জানিয়েছেন, কিভাবে রিয়াদ তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন ম্যাচটা জিততে।

২য় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো সাদমান বলেন, ‘হঠাৎ জানতে পারি রিয়াদ ভাই টেস্ট খেলবেন না। তিনিই ড্রেসিংরুমে আমাদের বলেন যে, এটি তার শেষ টেস্ট। সত্যি বলতে আমরা কেউই এমন ঘোষণার জন্য প্রস্তুত ছিলাম না। তার কথা শোনার পর দলের সবাই তার জন্য এই টেস্টটা জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তা করতে পেরেছি সেজন্যে ভালো লাগছে।’

সাদা পোষাকে রিয়াদের অভাব এখনও পূরণ হওয়ার নয় বলে মনে করেন এই তরুণ ওপেনার। তিনি বলেন, ‘রিয়াদ ভাই এখনো টেস্ট ক্রিকেটের অপরিহার্য অংশ। তবে তার সিদ্ধান্তের ওপর আমাদের শ্রদ্ধা আছে।’
হারারে টেস্টের শেষদিনে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ রিয়াদকে গার্ড অব অনার দেন টেস্ট দলের ক্রিকেটাররা। ২০০৯ সালের ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে অভিষেক হয় রিয়াদের। অভিষেক ম্যাচে এক ইনিংসে ৫ উইকেটসহ ৮ উইকেট নেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্টেও অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহমুদউল্লাহ রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *