মা-বাবার সামনে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় ছাত্রের
ট্রেন থেকে নেমে বাবার সঙ্গে হোটলে নাস্তা করে আর ট্রেনে চড়া হলো না রাজশাহী ররেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র ইমতিয়াজ আলীর (২১)। লালপুর উপজেলার আব্দুলপুর জংসন স্টেশনে নাস্তা শেষ করে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহক আলীকে সঙ্গে নিয়ে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ আলী। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।
আব্দুলপুর জংসন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ও স্থানীয়রা জানান, সকাল ৮টা ৪৫মিনিটের দিকে ট্রেনটি লালপুর উপজেলার আব্দুলপুর জংসন স্টেশনে পৌঁছালে নাস্তা করার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। এসময় ট্রেনের চাকায় কাটা পড়ে সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। ইমতিয়াজের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
Your ultimate gaming adventure starts now Lucky Cola
Play, strategize, and conquer Your victory awaits Lucky Cola