মিথ্যা মামলায় হাজতবাস ও বসতবাড়ির জমি দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে কোটচাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন
\ কোটচাঁদপুর প্রতিনিধি \
মিথ্যা মামলায় হাজতবাস ও বিজ্ঞ আদালতের দু’টি রায়সহ স্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিপক্ষরা জোরপূর্বক বসতবাড়িতে অবৈধ স্থাপনা তৈরি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের কামারপাড়ার নিজাম উদ্দিন শেখ সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেস ক্লাবে এ সাংবাদিক সম্মেলন করেন। লিখিত বক্তব্যে শেখ নিজাম উদ্দিন বলেন, আমার পিতা মরহুম আশরাফ আলীর নামে কোন সম্পত্তি ছিল না। আমার দাদী মৃত আমেনা খাতুন ওরফে কালাবানুর নিজ নামে থাকা ৬ শতক জমি পৃথক দু’টি দলিলে আমার নামে দলিল করে দেন। আমার দাদীর মৃত্যুর পর জমির আর এস রেকর্ড ভুলক্রমে তার নামে রেকর্ড হয়। পরবর্তীতে আমি ঝিনাইদহ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ২০২৪ সালের ২৪ জুলাই আমার অনুকুলে রায় দেন। এ রায়ে ক্ষুব্ধ হয়ে আমার চাচা আব্দুল মালেক সহকারী জজ আদালতের রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রথম আদালতে আপিল করেন। দীর্ঘ ১১ বছর মামলাটি চলার পর অতিরিক্ত জজ সহকারীর জজ আদালতে রায় বহাল রাখেন। উভয় আদালতে আব্দুল মালেক গং পরাজিত হওয়ার পর বড় ভাই আওয়ালের পুত্রবধূ আলেকজান বেগম ও তার ছেলে সাব্বির ও শামীম আমাদেরকে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। এমনকি আলেকজান বিবি ও তার ছেলেরা নিজ ঘরে আগুন ধরিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমার ও আমার দুই ছেলে আরিফুল ইসলাম ও জিয়ারত ইসলাম তাদের স্ত্রী আম্বিয়া খাতুন, মুসলিমা বেগম ও আমাদের পরিবারের শুভাকাঙ্খী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিকাইল ইসলামের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলায় আমার ছেলে আরিফুল ইসলাম হাজতবাস করেছেন। এদিকে আদালত কর্তৃক ১৪৪, ১৮৮ ধারাসহ জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারী থাকলেও তা মানা হচ্ছে না। এছাড়া ফুলবাড়ী ২নং ওয়ার্ডের মেম্বর রবিউল ইসলাম ও প্রভাবশালী নূরুল ইসলাম আলেকজান ও আব্দুল মালেকের পক্ষ নিয়ে নানা রকম হুমকি-ধামকি দিচ্ছেন। যদিও মেম্বর রবিউল ইসলাম বিষয়টি অস্বীকার করেন। নিজাম উদ্দিন আরো বলেন প্রভাবশালী এ প্রতিপক্ষরা যে কোন মূহুর্তে ও আমার স্ত্রী সন্তানদের হত্যা ও গুম করতে পারে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, আলেকজানের দেয়া ঘর পোড়া মামলায় তদন্তে কোন সত্যতা পাওয়া যায়নি। আদালতের নিষেধাজ্ঞার কথা স্বীকার করে তিনি আরো বলেন, নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিনের স্ত্রী মঞ্জুরা বেগম ছোট ছেলে আরিফুল ইসলামসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
Thanks on your marvelous posting! I truly enjoyed reading it,
you are a great author.I will ensure that I bookmark your blog and may come back in the future.
I want to encourage you to ultimately continue your
great writing, have a nice weekend!
You can certainly see your skills within the work you write.
The world hopes for even more passionate writers such as you who aren’t afraid to say how they believe.
Always follow your heart.
Attractive section of content. I just stumbled upon your site and
in accession capital to assert that I get actually enjoyed account your blog
posts. Anyway I’ll be subscribing to your augment and even I achievement you access consistently fast.
Hi there just wanted to give you a brief heads up and let you know a few of the images aren’t loading correctly.
I’m not sure why but I think its a linking issue.
I’ve tried it in two different internet browsers and both show the same
results.