মিন্টুর মুক্তির দাবীতে ঝিনাইদহ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে প্রতিদিন জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে। মিছিলকারীরা মিন্টুকে নির্দোষ দাবী করে মুক্তির দাবী জানাচ্ছেন। এদিকে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো। ব্যানার ফেস্টুন নিয়ে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, ঝংকার শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, কেসি কলেজ থিয়েটার, সচেতন নারী সমাজ, ঝংকার শিল্পী গোষ্ঠী, নবগঙ্গা সাংস্কৃতিক গোষ্ঠী, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহŸায়ক দীপ্তি রহমান, যুগ্ম আহŸায়ক শান্ত জোয়ার্দ্দার, হাসিবুর রহমান শিপন, পৌর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু ও জাতীয় মহিলা সংস্থার সমস্য নাজমা সাজেদ বক্তব্য রাখেন। বক্তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবী করে অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়ে বলেন, মিন্টু ছাড়া জেলা আ’লীগ অচল। উল্লেখ্য ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা ঘটনার দায়েরকৃত অপহরণ মামলায় গত ১১ জুন সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
I do not know whether it’s just me or if everybody else
experiencing problems with your website. It appears as though some of
the written text in your content are running off the screen. Can somebody else please comment
and let me know if this is happening to them as well?
This could be a issue with my web browser because
I’ve had this happen before. Many thanks