মিরপুর টেস্ট: দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

Share Now..

বৃষ্টির কারণে শেষ পর্যন্ত চলমান মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। আজ (৫ ডিসেম্বর) দ্বিতীয় দিন মাত্র ৬ ওভার ২ বল মাঠে গড়িয়েছে। সেটাও লাঞ্চ বিরতির পর। এরপর যে খেলা বন্ধ হয়েছে, তা আর মাঠে গড়ায়নি।

ফলে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটের বিনিময়ে ১৮৮ রান। এর মধ্যে ৭১ রান নিয়ে ব্যাট করছেন পাক অধিনায়ক বাবর আজম ও ৫২ রানে অপরাজিত আজহার আলি। আগামীকাল তৃতীয় দিন তারা আবারও ব্যাটিংয়ে নামবেন।

তার আগে প্রথমদিন মোট ৫৭ ওভার ব্যাট করেছিল পাকিস্তান। প্রথম সেশনে তাদের দুটি উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেট শূন্য স্বাগতিকরা। এরপর চা বিরতিতে যায় উভয় দল। বিরতির পর খেলা শুরু হলেও পরমুহূর্তেই আলোর স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়।

প্রথমদিন বাংলাদেশের একমাত্র সফল বোলার ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক তার শিকার হয়েছেন। আজ দ্বিতীয় দিনে এখনো কোনো সাফল্য পায়নি বাংলাদেশি বোলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *