মিরসরাইয়ে ৩০০ সুগন্ধি কাছিম উদ্ধার
Share Now..
মিরসরাইয়ে ৩০০ সুগন্ধি কাছিম উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার থেকে কাছিমগুলো উদ্ধার করেন বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন। পরবর্তীতে রাত নয়টার দিকে এসব কাছিম দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক উপজেলার মহামায়া লেকে অবমুক্ত করেন তিনি।
বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে বস্তার বিষয়ে জিজ্ঞেস করলে তারা কিছু জানাতে পারেননি। পরে বস্তা খুলে দেখি, প্রায় ৩০০ সুগন্ধি কাছিম। তখন এগুলো উদ্ধার করে আমি হেফাজতে নিয়ে যাই। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাত নয়টার দিকে উপজেলার মহামায়া লেকে কাছিমগুলো অবমুক্ত করে দেই।’