মিলছে না মেয়েটির বাড়ির ঠিকানা

Share Now..

শৈলকুপা প্রতিনিধি:

গত এক মাস আগে মাঠের মধ্যে থেকে উদ্ধার হওয়া প্রতিবন্ধী মেয়েটির বাড়ির সন্ধান মিলছে না। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার বাদালশো গ্রামের একটি মাঠের বর্তমান মেয়েটি উক্ত গ্রামের লিয়াকত খাঁর বাড়িতে অবস্থান করছে। কুড়িয়ে পাওয়া মেয়েটি শুধু পরানপুর নামের একটি জায়গা এবং নাম সীমা বলে থাকে। মেয়েটির বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর।
বাদালশো গ্রামের লিয়াকত খাঁ বলেন ১মাস আগে তার স্ত্রী সন্ধায় দেখতে পান একটি মেয়ে বাদালশো মাঠের মধ্যে বসে আছে। একটু পরে আবার লক্ষ্য করলে সেখানেই সে বসে থাকতে দেখে। এরপর তার স্ত্রী মেয়েটির নিরাপত্তার কথা ভেবে তাকে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে সে তার বড়িতে অবস্থান করছে। বাড়ির কথা জিজ্ঞাসা করলে পরানপুর নামের একটি যায়গার কথা বলে এবং নাম সীমা। আর কিছু জিজ্ঞাসা করলে শুধু মিটি মিটি হাসে। মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চান লিয়াকত খান। যোগাযোগের জন্য তার মোবাইল নাম্বার ০১৭৪৩৭৩৩৮৮৯।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক আমিরুজ্জামান বলেন মেয়েটি যে ব্যক্তির তত্বাবধানে আছে সে থানায় অবহিত করলে তারা মেয়েটির পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *