মিয়ানমারের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘অশনি’ স্থলভাগে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। কারণ, এটি ক্রমশ দুর্বল হয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম করেছে। ফলে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পূর্বে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে।
বুধবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অশনি’ পশ্চিমবঙ্গের রাজ্যে প্রত্যক্ষভাবে কোনো প্রভাব ফেলেনি। ইতিমধ্যে এটি নিম্নচাপ রূপে মিয়ানমারের দিকে চলে গেছে। ফলে শুধু উত্তর-পশ্চিম দিকে বাতাসের কিছুটা প্রভাব রয়েছে।
এর আগে, ঘূর্ণিঝড় ‘অশনি’ স্থলভাগে আঘাত হানতে পারে এমনই তথ্য দিয়েছিল বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতর। পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে দুই দেশেরই আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।
The ultimate gaming experience is just a click away! Lucky Cola