মুক্তাগাছায় চল্লিশ কেজি গাঁজা জব্দ করলো ছাত্ররা

Share Now..

ময়মনসিংহের মুক্তাগাছায় বৈষম্যবিরোধী আন্দোলনের দায়িত্বে থাকা ছাত্ররা দশ প্যাকেট গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। 

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহ-উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছা পূবালী ব্যাংকের সামনে থেকে গাঁজাবাহী একটি প্রাইভেটকার ও এর বহনকারী রুকনুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় প্রায় চল্লিশ কেজি গাঁজা জব্দ করা হয়। ছাত্ররা গাঁজা আটকের পর ডিউটিরত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিমকে খবর দেয়। ঘটনাস্থলে এসে তারা গাঁজাসহ আটক ব্যক্তিকে মুক্তাগাছা থানায় সোপর্দ করেন।

আটক রুকনুজ্জামান জামালপুর জেলার সদর উপজেলার বাশচড়া এলাকার বাসিন্দা।  মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *