মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম শর্ট ফিল্ম
ক্রিকেটের বাইশ গজ থেকে রেস্টুরেন্ট, শেয়ার বাজার বা বিজ্ঞাপনের মডেল, কোন ক্ষেত্রে পা রাখেননি সাকিব আল হাসান? এবার অভিষেক হয়ে গেলো অভিনয় জগতেও। একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব।আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে, সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য সেই চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। সাকিব নিজেই গতকাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন খবরটি। আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের শুটিং করেছিলেন সাকিব। সাকিব ছাড়া এতে আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদারসহ আরও গুণী অভিনেতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সব কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। কাঙ্ক্ষিত মুক্তির পরই সাকিব ভক্তরা তাদের নায়ককে দেখতে পাবেন পর্দাতেও।
Adventure awaits—are you brave enough to face it? Lucky Cola