মুক্ত গণমাধ্যম সূচকে আরও পেছালো বাংলাদেশ
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। ১৮০টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১৬৩তম। এই সূচক তৈরি করেছে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
বুধবার (৩ এপ্রিল) গণমাধ্যম সূচকটি প্রকাশ করা হয়। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের স্কোর ৩৫.৩১, যা গত বছরও ছিল ৩৬.৬৩।
এর
আগে, ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। ২০২১ সালে ছিল ১৫২তম এবং ২০২২ সালে ১৬২তম। এবার আরও এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান হলো ১৬৩তম।
সূচক অনুযায়ী, সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ২১ দশমিক ৭২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উত্তর কোরিয়া। তালিকায় গণমাধ্যমের স্বাধীনতায় শীর্ষে রয়েছে নরওয়ে (৯৫ দশমিক ১৮ স্কোর)।
প্রসঙ্গত, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়। সেগুলো হলো- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা।
Take on the challenge—become a legend! Lucky Cola
Gear up for an action-packed gaming experience! Lucky Cola