মুখ খুললেন রাকুল!

Share Now..

দক্ষিণী ও বলিউড সিনেমায় অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়ে নিয়মিতই আলোচনার জন্ম দিচ্ছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। বর্তমানে তার হাতে ‘আয়ালান’, ‘ইন্ডিয়ানা টু’, ‘জগত্ জেনথ্রি’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। বলা চলে আসছে বছর একের পর এক সিনেমা মুক্তির খবরে থাকবেন এই অভিনেত্রী।

তবে ইদানীং কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি শিরোনামে আসছেন তিনি। অন্য তারকাদের মতো লুকোচুরি না করে জ্যাকি ভাগানির সঙ্গে ওপেনেই প্রেম করছেন রাকুল। নানা সময় নিজেদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মাধ্যমে কথাও বলছেন তারা।

তবে প্রেমের বিষয়টি সকলের জানা হলেও কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা?—এমন প্রশ্ন সুযোগ পেলেই ধেয়ে আসে তাদের দিকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল প্রেমিক জ্যাকির জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাকুল। যেখানে তাদের বিভিন্ন সময় একান্তে কাটানো মুহূর্ত উঠে এসেছে।

ছবিগুলোর ক্যাপশনে রাকুল লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তোমার মতো বিনয়ী, দয়ালু খুঁজে পাওয়া দুষ্কর। তোমার জোকস তো অসাধারণ। এভাবেই সবাইকে আনন্দে রেখো।’

রাকুলের এমন পোস্টের পর অসংখ্য শুভ কামনায় ভরে গেছে কমেন্টেস বক্স। তবে এর মাঝে অনেকেই তাদের বিয়ে প্রসঙ্গে জানতে চেয়েও মন্তব্য করেছেন। যার উত্তরও অনেকটা হেঁয়ালি করেই দিয়েছেন রাকুল। তিনি লিখেছেন, ‘কেন আমাদের এভাবে দেখে আপনাদের ভালো লাগছে না? একসঙ্গেই তো আছি। বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *