মুদ্রার উল্টোপিঠ দেখছেন নয়নতারা!

Share Now..

কিছুদিন আগেই সুপারস্টার শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ দিয়ে বাজিমাত করেন দক্ষিণী নায়িকা নয়নতারা। তবে সেই রেশ কাটতে না কাটতেই এবার মুদ্রার উল্টোপিঠ দেখতে হচ্ছে তাকে। একের পর এক মামলায় জর্জরিত হচ্ছেন তিনি। প্রায় হাফ ডজন অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিলেশ কৃষ্ণার পরিচালিত নয়নতারার ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিতও হয়। তবে গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর বেশিসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিতর্কটা শুরু হয় এরপরই।

দর্শকের একাংশ সিনেমাটির নির্মাতা-শিল্পীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য, সিনেমাটিতে আপত্তি করার মতো অনেক বিষয়ই আছে। কারণ এখানে ‘লাভ জিহাদ’কে উসকে দেওয়া হয়েছে। এছাড়া রামকে আমিষভোজী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এমন নানা বির্তকের মাঝে নেটফ্লিক্স সিনেমাটি সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেও রেহাই পাচ্ছে না সংশ্লিষ্টরা। প্রথমে হিন্দু সেবা পরিষদ নামের একটি গোষ্ঠী ভারতের মধ্যপ্রদেশের সিনেমাটির অভিনেত্রী নয়নতারা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। তবে সম্প্রতি দুটি ডানপন্থি সংগঠনের পাশাপাশি একাধিক ব্যক্তি বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে। শুধু অভিযোগই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নেতিবাচক নানা মন্তব্য এবং ট্রলের শিকার হতে হচ্ছে। যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন নয়নতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *