মুন্সীগঞ্জে সেতুর রেলিং ভেঙে কাভার্ডভ্যান নিচে, আহত ৪

Share Now..

মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান নিচে পড়ে গেছে। এ ঘটনায় চালক ও পথচারীসহ আহত হয়েছেন ৪ জন।আজ বুধবার (৯ জুন) সকালে ওই সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওষুধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন (৩২), গাড়ির হেলপার বাচ্চু (৩২), চালক রাসেল মুন্সি (৩০) ও পথচারী মামুন (৩২)। আহতদের মধ্যে পথচারী ও চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুর রহমান জানান, বুধবার (৯ জুন) বেলা পৌনে ১১টার দিকে ট্রান্সকম কোম্পানির একটি কাভার্ডভ্যান মুক্তারপুর সেতুর উপর দিয়ে মুন্সীগঞ্জের দিকে আসছিলো। এ সময় একটি অটোরিকশা যাত্রী নিয়ে সেতুর ওপর দিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলো। সেতুর ওপর কাভার্ডভ্যানটি আটোরিকশাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে যায়।চালকসহ তার দুই সহযোগী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন বলে জানান তিনি।

One thought on “মুন্সীগঞ্জে সেতুর রেলিং ভেঙে কাভার্ডভ্যান নিচে, আহত ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *