মুম্বাইতে যাত্রীবাহী ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩ 

Share Now..

ভারতের মুম্বাই উপকূলে বুধবার (১৮ ডিসেম্বর) যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। সেইসঙ্গে এখন পর্যন্ত ৯৯ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে ওই মুখপাত্র গতকাল রাতে লিখেছেন, ইঞ্জিনের ত্রুটির কারণে মুম্বাই বন্দরে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষ হয়। তিনি জানান, এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং উদ্ধারকৃতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানান, বিকেল ৩টা ৫৫মিনিটে ‘নীলকমল’ নামের একটি জাহাজে ধাক্কা মারে নৌসেনার একটি স্পিডবোট। এই ঘটনায় ১০১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  তিনি জানান, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশ ১১টি নৌকা এবং চারটি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া যাত্রীদের যত দ্রুত সম্ভব উদ্ধার করেছেন। 

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমি সেই প্রার্থনা করি।

7 thoughts on “মুম্বাইতে যাত্রীবাহী ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *