মুম্বাই হামলারর শিকার ব্যক্তি ‘আমি সব হারিয়েছি’
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইকে প্রায় চারদিন ধরে স্তব্ধ করে রেখেছিল ২৬/১১-এর যে ভয়াবহ জঙ্গি হামলা। কোলাবার সমুদ্রতটে ডিঙি নৌকায় করে এসে নামা জনা-দশেক জঙ্গি মুম্বাইয়ের নানা জায়গায় গুলি-বোমা-গ্রেনেড দিয়ে যে হত্যা-লীলা চালিয়েছিল, তাতে মারা যান অন্তত ১৬৪ জন। সেই হামলার দুঃস্মৃতি এখনো অনেকে বয়ে বেড়াচ্ছেন। তাদেরই একজন করমবীর কাং। ওই হামলার সময় তাজ হোটেলের জেনারেল ম্যানেজার ছিলেন। সেই হামলায় তিনি তার স্ত্রী ও সন্তানকে হারান।
তিনি বলেন, তার সহকর্মীরা বিচারের জন্য ১৪ বছর পার করলেন। জাতিসংঘের গ্লোবাল কংগ্রেস অফ ভিক্টিমস অফ টেররিজমে বক্তৃতাকালে কাং বলেন, পুরো বিশ্ব ভয়ের সঙ্গে দেখেছিল ১০ জন সন্ত্রাসী কীভাবে আমার দেশ, শহর এবং আমার হোটেলে হামলা করেছিল। সে সময় মুম্বাইয়ের তাজমহল হোটেল যেখানে আমি জেনারেল ম্যানেজার ছিলাম।
তিনি আরও বলেন, আমার স্ত্রী এবং দুই ছোট ছেলে পালাতে পারেনি এবং হামলার সময় মারা যায়। আমি সব হারিয়ে ফেলেছি।
এসময় করমবীর কাং বলেন, আমরা ন্যায়বিচার পাওয়ার জন্য দীর্ঘ ১৪ বছর বছর কাটিয়েছি। বক্তৃতাকালে কাং এই হামলার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান।
Experience the ultimate gaming thrill today Lucky Cola