মূল পর্বে যেতে বাংলাদেশের সামনে যেসব সমীকরণ

Share Now..

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ বা মূল পর্বে যাওয়ার শর্ত হলো- প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে হবে। অর্থাৎ দুই গ্রুপে ভাগ হয়ে খেলা আটটি দলের মধ্যে চারটি দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।

গ্রুপ বি’তে খেলা বাংলাদেশ ইতিমধ্যে একটি ম্যাচ হেরে গেছে। মূল পর্বে যেতে হলে তাদের এখন আগামী দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে বড় রান রেটের ব্যবধানে জিততে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর দিকে। কিন্তু একটি ম্যাচ হেরে গেলেই ঢাকার বিমান ধরতে হবে।

গত রবিবার (১৭ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে স্কটল্যান্ডের কাছে ৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ (১৯ অক্টোবর) একই মাঠে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান।

অন্যদিকে, প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে দশ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় পূর্ণ ৩ পয়েন্টের পাশাপাশি রান রেটেও অনেক এগিয়ে ওমান। ফলে গ্রুপ টেবিলে শীর্ষে থাকার পাশাপাশি তাদের রান রেট ৩.১৩৫। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া স্কটল্যান্ড। পূর্ণ ৩ পয়েন্টের পাশাপাশি তাদের রান রেট ০.৩০০। আর শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশের রান রেট -০.৩০০। তালিকায় সবার নিচে থাকা পাপুয়া নিউ গিনির রান রেট -৩.১৩৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *