মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলি, নিহত ৬
মেক্সিকোর হুইক্সটলা শহরে অভিবাসীদের একটি ট্রাকে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। খবর ডয়চে ভেলের।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটিতে ৩৩ জন অভিবাসী ছিলেন। এই অভিবাসীরা মিশর, নেপাল, কিউবা, পাকিস্তান ও ভারত থেকে দেশটিতে গেছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটি একটি সামরিক প্রহরা বলয়কে এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল। তখন সেনারা গুলি চালায়।
দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর। আইন ভাঙলে তারা কাউকে কোনো ছাড় দিতে রাজি নয়। যারা মারা গেছেন তারা কোন দেশের মানুষ তা এখনো জানা যায়নি। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
তারা বলেছে, অভিবাসীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আইনি পথে অভিবাসনের আবেদন করা উচিত। আইনি পথে যাতায়াত করা উচিত। তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে।