মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলা, নিহত ৭
মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে অতর্কিত হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রোববার (৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন।
মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাবাসকো রাজ্যের ভিলাহারমোসা শহরে শনিবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে। মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরও জানায়, ভিডিও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে। সেইসঙ্গে যৌথ টহল চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫ জন হলেও তাবাস্কোর পাবলিক প্রসিকিউটর অফিস পরবর্তী সময়ে জানিয়েছে, হামলায় আরও দুইজন মারা গেছে। বারটি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।