মেক্সিকোতে হারিকেন গ্রেসের তাণ্ডব, নিহত ৮

Share Now..

মেক্সিকোর পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে হারিকেন গ্রেস। এতে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই অঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে বন্যা দেখা দিয়েছে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ভেরাক্রুজ রাজ্যে মৃত্যু এবং সবচেয়ে খারাপ ক্ষতি হয়েছে। এখানে শনিবার ভোরে ভূমিধসের সময় ঝড়ে গাছ উপড়ে পড়ে। রাজ্যের রাজধানী জালাপায় অনেক রাস্তা কাদায় ঢেকে গেছে। পরে হারিকেনটি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে হারিকেন হেনরি। এজন্য নিউইয়র্কে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র প্রশাসক ডেয়ান ক্রিসওয়েল বলেন, হারিকেন হেনরিকে আমাদের খুবই গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। এমনকি অন্যান্য হারিকেনের মতো এটা কোনো ধরনের ভূমিধস সৃষ্টি না করলেও। কারণ তীব্র গতিসম্পন্ন বাতাস ও ঝড়ের কারণে এটা অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *